বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত এ সপ্তাহের আধুনিক গান।
শিল্পী : জিয়াউল হক লিপু
গীতিকার : তৌহিদ উল ইসলাম
সুর ও সঙ্গীত পরিচালনা : তামজিদুর রহমান
লিরিক্সঃ
কান্নার জল যদি
কারো হয় সুখেরই কারণ
তবে পাহাড় তুমি কাঁদো
চিরদিন ঝর্ণা হয়েই কাঁদো ।।
তুমি কাঁদলে কাঁদে নদী
নাচে কেউ খুশিতে
সেই জলে কষ্ট লুকায়
কেউ আবার নিশিতে
অন্যের পাপ ঢাকতে নদী
পাড় ভাঙ্গে সে আজো ।।
তুমি কাঁদলে সাগর ভরে
খ্যাতি পায় জগতে
নিজেকে সে বড় ভাবে
তোমার বদৌলতে
সাগর তোমার ঋণ শোধেনা
নেয় না তোমার খোঁজো ।।
আপনাদেরকে বাংলায় চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য আমাদের সামান্য আয়োজন। আপনার সমর্থন এবং ভালবাসার জন্য ধন্যবাদ:)
Bringing you the ultimate music in Bangla. Thank you for your support and love :)
সাবস্ক্রাইব করে সাথে থাকুন »
https://www.youtube.com/c/GitikarTouhidulIslam
- it’s free
- you don’t miss any future video
Like my Page: https://www.facebook.com/touhidpathager
For any Help:
https://www.facebook.com/gitikartouhid
Follow Me: http://www.twitter.com/gitikar_touhid
Thank you so much for watching this video. Please don't forget to thumbs up, give your feedback and share it with your friends and family.
0 মন্তব্যসমূহ
thank you...