কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিভৃত পল্লী বড়ভিটা গ্রামে বেড়ে ওঠা কৃতি গীতিকার ও শিশু সাহিত্যি ইসলামের ৪৯তম জন্মদিন১০ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দে ঈদঘন পরিবেশের মধ্য দিয়ে পালন হয়েছে।
![]() |
৪৯তম জন্মদিন উদযাপন |
এ উপলক্ষ্যে উপজেলার শাহবাজার রংধনু পাঠাগারের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর শনিবার লেখকের নিজ বাসভবন বড়ভিটা গ্রামে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্জ্বলন, কেক কাটা ও আলোচনা সভার। এতে লেখকের আত্মজীবনী ও লেখার মূল্যায়ন নিয়ে বক্তব্য রাখেন কৃতি কবি ও গল্পকার তমসুর হোসেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রংধনু পাঠাগারের সভাপতি আহাম্মদ আলী পোদ্দার রতন, প্রভাষক নূরমোহাম্মদ মিয়া, শিক্ষক আব্দুর রহিম প্রমূখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী আনন্দ, প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়, মেম্বার আফজাল হোসেন, লাইব্রেরিয়ান হাবিবুর রহমান দুলালসহ তার শুভানুধ্যায়ীরা।
বেঙ্গলি টাইমস,২৭ সেপ্টেম্বর, ২০১৫,১৫:৩৫:০৯
0 মন্তব্যসমূহ
thank you...