গুনীজন সম্মাননা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোড়ক উম্মোচন। আয়োজনেঃ গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার

ভাওয়াইয়া গানের ধাম
নদ-নদীময় কুড়িগ্রাম।"

কুড়িগ্রাম জেলার ঐতিহ্য ভাওয়াইয়া গান। আর এই ভাওয়াইয়া গানের অন্যতম ধারক ও বাহক সর্বজন শ্রদ্ধেয়, জনপ্রিয় গীতিকার ও সুরকার জনাব নীল কমল মিশ্র ও জনাব ভূপতি ভূষণ বর্মা ।
গুনীজন সম্মাননা

ফুলবাড়ি উপজেলায় অবস্থিত "গীতিকার তৌহিদ-উল-ইসলাম পাঠাগার" কর্তৃক এই গুনী মহাশয়দ্বয়ের সম্মাননা

ভিত্তিপ্রস্তর স্থাপন
পাঠাগারটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্নেহের খুদে সাহিত্যকর্মী অনুপম সৈকত অপু-র প্রথম বই "নেকড়ে ও শেয়াল" এর মোড়ক উম্মোচন
মোড়ক উম্মোচন
এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কে এম মেহেদি হাসান, লাইব্রেরিয়ান ,কুড়িগ্রাম জেলা সরকারি গণগ্রন্থাগার। 


অনুষ্ঠানটির ভিডিও




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ